পঞ্চবটিস্থ বধ্যভূমিতে ডিসি ও এসপির শ্রদ্ধাঞ্জলি
বাংলা বাজার বার্তা
প্রকাশ: ২২:০২, ১৫ ডিসেম্বর ২০২৪
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ফতুল্লায় পঞ্চবটিস্থ বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।