ফতুল্লার বিসিক শিল্প নগরীতে একাধিক পোশাক কারখানায় হামলা ও ভাংচুর

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ২২:৩৪, ১৫ ডিসেম্বর ২০২৪

ফতুল্লার বিসিক শিল্প নগরীতে একাধিক পোশাক কারখানায় হামলা ও ভাংচুর

ফতুল্লার বিসিক শিল্প নগরীতে একাধিক পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।  হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানাগুলোর জানালার কাচ, সিসি ক্যামেরা এবং গেট ভাঙচুর করে।  রবিবার বিকেলে বিসিকের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। 

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এনআর গ্রুপের শ্রমিকদের একটি বিক্ষুব্ধ দল হামলা চালায়। এতে আর এস গার্মেন্টস, প্যানটেক্স লিমিটেড, জীবন নীট ওয়ার, ইউনাইটেড গার্মেন্টস এবং ফকির ও লারিভ গ্রুপের দুটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

 

এসময় স্থানীয় ও অন্যান্য কারখানার শ্রমিকরা হামলাকারীদের প্রতিহত করে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।  দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।  আহতদের পরিচয় বা সংখ্যা জানা যায়নি।

 

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, এনআর গ্রুপের শ্রমিকরা ১৭ দফা দাবিতে আন্দোলন করছিল। তাদের প্রায় সব দাবি মেনে নেওয়া হলেও একটি ছোটখাটো ইস্যু নিয়ে এত বড় ঘটনা ঘটেছে, যা অপ্রত্যাশিত।।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ বিসিক এলাকায় অভিযান চালাবে।

 

নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারওয়ার দাবি করেন, "বিসিক এলাকায় কিছু বহিরাগত ও কয়েকজন শ্রমিক একসঙ্গে হামলা চালিয়েছে। পুলিশ ও কারখানার অন্যান্য শ্রমিকদের সহায়তায় হামলাকারীদের প্রতিহত করা সম্ভব হয়েছে।"

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন