সাংবাদিকদের নামে অপপ্রচারে সাংবাদিক ইউনিয়ণ নারায়ণগঞ্জ’র নিন্দা ও প্রতিবাদ
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ২৩:৪২, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ০২:১৪, ১২ মার্চ ২০২৫

দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউ এইজ এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবনকে জড়িয়ে একের পর এক কাল্পনিক তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ এর কার্যকরী কমিটির এক জরুরী সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বলা হয়, আমরা মনে করি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সাংবাদিকতার দীর্ঘ ক্যারিয়ার ও সুনাম নস্ট করার জন্য নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় ০১ মার্চ ২০২৫ থেকে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করছে। যা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। এবং যুগের চিন্তা পত্রিকায় কর্মরত স্টাফরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই প্রচারনা চালাচ্ছে তাদের নিয়ে। আমরা এই সকল প্রকাশ ও প্রচারণারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।