ফায়ার সার্ভিসের জুলাই-আগস্ট-সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পরিসংখ্যান

নাঃগঞ্জে ১৫৯টি অগ্নিকান্ডে ক্ষতি ৬৮ লাখ টাকা ২ কোটি টাকার সম্পদ রক্ষা

ইমতিয়াজ আহমেদ

প্রকাশ: ০০:০৭, ৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ০০:০৯, ৭ ডিসেম্বর ২০২৪

নাঃগঞ্জে ১৫৯টি অগ্নিকান্ডে ক্ষতি ৬৮ লাখ টাকা ২ কোটি টাকার সম্পদ রক্ষা

রাতে রিক্সা বা অটোতে চড়লে বুকে ঠান্ডা হাওয়া লাগে।  প্রকৃতিজুড়ে শীতের আবহ। শুষ্ক মৌসুম এসে গেল। শিল্পনগরী নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ অগ্নিনিরাপত্তা বিষয়ে উদাসীন। নগরীর অধিকাংশ আবাসিক ও বাণিজ্যিকভবনে অগ্নিনিরাপত্তা নেই। প্রায়শ ঘটছে অগ্নিদূর্ঘটনা। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর  মাসে নারায়ণগঞ্জে অগ্নিকান্ড ঘটেছে ১৫৯টি। ক্ষয়ক্ষতি মাত্র ৬৮ লাখ টাকা। সম্পদ রক্ষা পেয়েছে ২ কোটি ২৮ লাখ টাকার।

এরমধ্যে জুলাই মাসে ৩১ টি অগ্নিকান্ডে ক্ষতি ৪৯ লাখ টাকা। সম্পদ রক্ষা পেয়েছে ২ কোটি  ৯৩ লাখ টাকার। মারা গেছে ৫ জন। আগস্ট মাসে অগ্নিকান্ড ঘটেছে ৪১টি, ক্ষতি ৮ লাখ টাকা। সম্পদ রক্ষা পেয়েছে ৩৫ লাখ টাকার। সেপ্টেম্বর মাসে জেলায় মোট অগ্নিকান্ড ঘটেছে ৪০টি। এই মাসে মোট ক্ষতির পরিমাণ ৩৬ লাখ ৫ হাজার টাকা ও মোট সম্পদ রক্ষা ১ কোটি ১৮ লাখ ৫ হাজার টাকা। অক্টোবর মাসে জেলায় মোট অগ্নিকান্ড ঘটেছে ৪৭ টি। এই মাসে মোট ক্ষতির পরিমাণ ২৪ লাখ ৪৫ হাজার টাকা ও মোট সম্পদ রক্ষা ২ কোটি ১৮ লাখ টাকা।

জুলাই মাসের ১৮ তারিখ থেকে ৫ আগস্ট সরকার পতন পর্যন্ত ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি। কেননা ওই সময়কালে নারায়ণগঞ্জ জেলায় কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানাগেছে, অক্টোবর মাসে জেলায় মোট অগ্নিকান্ড ঘটেছে ৪৭ টি। এই মাসে মোট ক্ষতির পরিমাণ ২৪ লাখ ৪৫ হাজার টাকা ও মোট সম্পদ রক্ষা ২ কোটি ১৮ লাখ টাকা। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ঘটেছে ৬টি। ক্ষতি ২ লাখ টাকা, সম্পদ রক্ষা ১০ লাখ টাকা। হাজীগঞ্জ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৫ টি, ক্ষতি ২০ হাজার টাকা ও সম্পদ রক্ষা ২ লাখ টাকা। আদমজী ইপিজেড ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৬টি, ক্ষতি ২ লাখ টাকা ৫০ হাজার টাকা ও সম্পদ রক্ষা ১ কোটি টাকা।

ফতুল্লায় ৭টি অগ্নিকান্ড, ক্ষতি ১ লাখ টাকা ও সম্পদ রক্ষা ৫ লাখ টাকা। কাঁচপুর ব্রিজ মর্ডান ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৮ টি, ক্ষতি ১৫ লাখ ২৫ হাজার টাকা ও রক্ষা ৫১ লাখ টাকা। বন্দরে ৬টি অগ্নিকান্ড। ক্ষতি সাড়ে ৪ লাখ টাকা ও সম্পদ রক্ষা ৫৫ লাখ টাকা।  আড়াইহাজারে ২টি। সোনারগাঁয়ে ৩ টি অগ্নিকান্ড। পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনে অগ্নিকান্ড। নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশন।  কাঞ্চন নদী ফায়ার স্টেশনে ৪ টি অগ্নিকান্ড।

সেপ্টেম্বর মাসে জেলায় মোট অগ্নিকান্ড ঘটেছে ৪০টি। এই মাসে মোট ক্ষতির পরিমাণ ৩৬ লাখ ৫ হাজার টাকা ও মোট সম্পদ রক্ষা ১ কোটি ১৮ লাখ ৫ হাজার টাকা। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ঘটেছে ৫টি। ক্ষতি ১৫ লাখ টাকা, সম্পদ রক্ষা ২০ লাখ টাকা। হাজীগঞ্জ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৪ টি, ক্ষতি ২ লাখ টাকা ও সম্পদ রক্ষা ৫ লাখ টাকা। আদমজী ইপিজেড ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৭টি, ক্ষতি ২ লাখ টাকা ও সম্পদ রক্ষা ৮ লাখ টাকা।

ফতুল্লায় ৪টি অগ্নিকান্ড, ক্ষতি ১ লাখ টাকা ও সম্পদ রক্ষা ৫ লাখ টাকা। কাঁচপুর ব্রিজ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ১০ টি, ক্ষতি ১৬ লাখ ৫ হাজার টাকা ও রক্ষা ৮০ লাখ টাকা। বন্দরে ৩টি অগ্নিকান্ড। আড়াইহাজারে ২টি। সোনারগাঁয়ে ২ টি অগ্নিকান্ড। পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ১টি। কাঞ্চন নদী ফায়ার স্টেশনে ২টি অগ্নিকান্ড।

আগস্ট মাসে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ঘটেছে ৩টি। হাজীগঞ্জ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৪টি, ক্ষতি ৫ লাখ টাকা। আদমজী ইপিজেড ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৮টি, ক্ষতি ১ লাখ টাকা। ফতুল্লায় ৪টি অগ্নিকান্ড। কাঁচপুর ব্রিজ ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ৬টি, ক্ষতি ২ কোটি টাকা। বন্দরে ২টি অগ্নিকান্ড। আড়াইহাজারে ৩টি। সোনারগাঁয়ে ৪ টি অগ্নিকান্ড। পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনে অগ্নিকান্ড ২টি।

 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন