মাসদাইরে কোকো স্মৃতি ক্রিকেট এর পুরস্কার বিতরণ
‘খেলায় রাজনীতি ঢুকিয়ে ক্রীড়াঙ্গন ধ্বংস’
বাংলাবাজার বার্তা ডেস্ক :
প্রকাশ: ০০:৫৬, ১ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:০৭, ১ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকে একটি সফল টূনামেন্টের পরিসমাপ্তি ঘটলো। প্রায় দুই মাস আগে আমরা এই মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলাম। পুরো টুর্নামেন্ট শেষ করে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মাসদাইয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের উদ্যোগে এবং ১৩ নং ওয়ার্ড বিএনপি`র সভাপতি এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট সাখাওয়াত বলেন, যার নামে টূর্নামেন্ট সেই আরাফাত রহমান কোকো`কে অত্যাচার করে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করেছে। শহীদ আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, খেলাধুলাকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে খেলোয়ারদেরকে ধ্বংস করা হয়েছে। সাকিব আল হাসান, মাশরাফিদের সুন্দর ক্রিকেট ক্যারিয়ার গুলো ধ্বংস করে দেয়া হয়েছে তাদেরকে রাজনীতির সাথে জড়িত করে। করে। তাই আমি বলতে চাই, খেলাধুলাকে রাজনীতির উর্ধ্বে রাখুন।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সভাপতিত্বে এবং ১৩ নং ওয়ার্ড বিএনপি`র সভাপতি এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।