এম সার্কেস ক্রিকেট কার্নিভাল সেশন -১’র উদ্বোধন

বাংলা বাজার বার্তা

প্রকাশ: ২২:২১, ৬ ডিসেম্বর ২০২৪

এম সার্কেস ক্রিকেট কার্নিভাল সেশন -১’র উদ্বোধন

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কারণে আমরা কিন্তু কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি নাই। একটি ফ্যাসিবাদী ও জুলুমবাজ সরকার ছিল যা দেশ থেকে পালিয়ে গেছে ও তাদের পতন ঘটেছে।

আওয়ামীলীগ সরকার কিন্তু যুব সমাজকে মাদকের বিস্তারের মধ্য দিয়ে তিলে তিলে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে তারা মাদকের আখড়া তৈরি করে তাদের লোকজন মাদক বিক্রি করতো। আর মাদক বিক্রির টাকাই তাদের দলের লোকজন খেতো। শুক্রবার ( ৬ ডিসেম্বর) সন্ধা সাতটায় শহরের এম সার্কেস ক্রিকেট কার্নিভাল সেশন -১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা চেষ্টা করব একটি মাদকমুক্ত সমাজ তৈরি করতে। সমাজ মাদকমুক্ত করতে হলে প্রথমেই তরুন ও যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আজকে যারা এই খেলার আয়োজন করেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে আপনারা বেশি বেশি করে এ ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে।

আর আমরা আপনাদের প্রতিটি এই কর্মকান্ডে আপনাদের পাশে থাকব। এই সমাজকে আপনারা বদলে দিবেন। ফ্যাসিবাদী জুলুমবাজের যে সমাজ ছিল সেই সমাজ থেকে একটি স্বনির্ভর সমাজ প্রতিষ্ঠা করবেন যে সমাজে কোন মাদক থাকবে না। মেধাবী ও খেলাধুলার মূল্যায়ন হবে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক খন্দকার এনামুল হক স্বপন, ১১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদল নেতা নূরে এলাহি সোহাগ, সাইফুল ইসলাম আপনসহ এম সার্কেস ক্রিকেট কার্নিভাল সেশন -১ এর আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন