ডিএনডি খাল রক্ষনাবেক্ষনে গণশুনানি

বাংলাবাজার বার্তা ডেস্ক :

প্রকাশ: ২৩:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২৩:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ডিএনডি খাল রক্ষনাবেক্ষনে গণশুনানি

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাধের ভেতরের খালগুলো রক্ষনাবেক্ষন নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকাস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

জানাগেছে, গণশুনানীতে ডিএনডির শিমরাইল পাম্প হাউসের প্রধান নিষ্কাশন খালের পাশে অবৈধ কাঁচাবাজার ও দোকানপাট, শিমরাইল রেন্টকার স্ট্যান্ড, জালকুড়ি ও আদমজী কদমতলী এলাকায় নীট কর্নসান গ্রুপ কর্তৃক্ষ অবৈধ ভাবে পানি উন্নয়ন বোর্ডর জমি দখলদারদের উচ্ছেদ করাসহ নানা বিষয় তুলে ধরেন স্থানীয় জনতা।

গণশুনানীতে নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ বলেন, আদমজী কদমতলী এলাকায় জনৈক নামে মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য গত ২ ফেব্রুয়ারী আমরা চিঠি (যার স্মারক নং-৩০৭) দিয়েছি।

জমি দখলের বিষয়টি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, যৌথ বাহিনী ও র‌্যাব-১১ সহ ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর হোসেন মোল্লা নীট কর্নসান গ্রুপের মালিক।

এ সময় উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শারমিন আফরোজ ও শ্রী শুভ দত্ত, সহকারী সেচ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কার্য সহকারী মোঃ মশিউর রহমান ও মোঃ মাহবুব হোসেনসহ স্থানীয় জনতা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন