রওশন আনোয়ার ফাউ:র উদ্যোগে বন্দরে ইফতার বিতরণ
বন্দরের মুছাপুর ইউপির মালিবাগ এলাকায় অবস্থিত রওশন আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। শুক্রবার রওশন আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে প্রফেসর শওকতের পরিচালনায় রান্না করা খাবার বিতরণ করা হয়।