নাঃগঞ্জে শক্তির পরীক্ষায় জামায়াত
প্রায় দেড়যুগ পর রাজনীতির সূকতকাগার খ্যাত প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জ জেলায় প্রকাশ্যে শোডাউন করছে জামায়াতে ইসলাম। নারায়ণগঞ্জে জামায়াত এই বিশাল শোডাউনের মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দিতে চাইছে| দলীয় একটি সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ থেকেই জনসমাবেশ শুরু করেছে জামায়াত। এ যাবত দলটি এই জেলাতে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে বাধ্য হয়েছে। হামলা-মামলায় জর্জরিত জামায়াত নেতারা ঠিকমত বাড়ি ঘরে থাকতে পারেনি। দলের পদবীগত এলাকা পরিবর্তন করেও গ্রেফতার এড়াতে পারেনি। নারায়ণগঞ্জ জেলার জামায়াত নেতারা পদ-পদবীতে ছিল ঢাকার নেতা। তবুও এই কৌশল কাজে আসেনি বিগত সরকারের আমলে। পুলিশ ঠিকই তাদের ধরে জেলে প্রেরণ করতো। সেই বিভীষিকাময় পরিস্থিতি কেটে গেছে।