অদ্ভুত লেজওয়ালা গ্রহের সন্ধান
বিজ্ঞানীরা অদ্ভুত ধরনের এক গ্রহের খোঁজ পেয়েছেন। সৌরজগতের বাইরের এই গ্রহ বা এক্সোপ্ল্যানেটের নাম দেওয়া হয়েছে ওয়াসপ-৬৯ বি। এই গ্রহের লেজের অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই লেজের দৈর্ঘ্য ৫ লাখ ৬৩ হাজার কিলোমিটার। অনেকটা ধূমকেতুর মতো লেজ রয়েছে গ্রহটির।