সকলকে নিয়ে দায়িত্ব পালন করতে চাই : সভাপতি বদু
নির্বাচনের দশদিন পর বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত ১৮ পরিচালক শপথ গ্রহণ করেছেন। সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু ও সাঈদ আহম্মেদ স্বপন সহ ১৫ জন পরিচালক একত্রে শপথ পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি।