নাঃগঞ্জে ভয়ংকর ডাকাতি, ২ পুলিশসহ গ্রেপ্তার ৫
আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীদের সাথে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার (৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২ পুলিশ সদস্য ও ১ নৌবাহিনীর সদস্যসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।