সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতার ছত্র-ছায়ায় ইউসুফের ভুট্টা ও গম চুরি
সিদ্ধিরগঞ্জের শিমরাইল ঘাটে ইউসুফের নেতৃত্বে চলছে চোরাই সিন্ডিকেটের বানিজ্য। কাঁচপুর ব্রিজ সংলগ্ন বি আই ডাব্লিউ টি এর আনলোডিং ঘাটে দৈনিক শত শত টন মালামাল আনলোড করে বিভিন্ন কোম্পানি। আমদানি করা গম, ভূট্যা, শরিষা সহ অনেক রকম খাদ্য পণ্য খালাস হয় এই ঘাট থেকে।