সেন্ট ভ্যালেন্টাইন ডে নাকি বিশ্ব ভালোবাসা দিবস ?
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব জুড়ে যখন লক্ষ কোটি মানুষ অসম যুদ্ধের শিকার হয়ে বাস্তুহারা, যখন হিংসা-বিদ্বেষ বারুদের গন্ধ ভরা পৃথিবীতে নিপীড়িত ও অসহায়মানুষ দিনযাপনের গ্লানি নিয়ে মানবেতন জীবন যাপন করছে। তখন আমাদের দেশ সহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিতে এক শ্রেণের তরুণ-তরুণী, যুবক যুবতী নানা রঙ এর পোষাক পড়ে হাতে একগুচ্ছ ফুল নিয়ে পরস্পর শুভেচ্ছা বা ভালোবাসা বিনিময় করছে।